| বিদ্যালয়ের EIIN | 139927 |
|---|---|
| বিদ্যালয় কোড | 419519 |
| বিদ্যালয়র এম.পি.ও কোড | |
| বিদ্যালয়েরনাম | মানিকছড়ি ইংলিশ স্কুল |
| Manikchari English School | ধারা |
| বিদ্যালয়ের স্থাপিত সন | ২৩/১১/২০০৮ খ্রিঃ |
| গ্রাম | আমতল |
| ওয়ার্ড | ০৪ নং |
| ইউনিয়ন | মানিকছড়ি |
| ডাকঘর | মানিকছড়ি-৪৪৬০ |
| উপজেলা | মানিকছড়ি |
| জেলা | খাগড়াছড়ি |
| বিভাগ | চট্টগ্রাম |
| বিদ্যালয়ের ফোন নম্বর | 01660-142347 |
| mc.englishschool2008@gmail.com | |
| প্রতিষ্ঠানের ধরণ | মাধ্যমিক(প্রাইমারি শাখাসহ) |
| বিদ্যালয়ের শিফট | একশিফট (দিবা) |
| শ্রেণি কার্যক্রম সময়কাল | 8.30 AM - 1.30 PM |
| শিক্ষার্থীর সংখ্যা | ২৭০ জন |
| বিদ্যালয়ের মোট জমির পরিমাণ | ০.৫০ একর |
| ভবন সংখা | সেমি-পাকা ০৩টি, দ্বিতল ভবন ০১ টি |
| মোট শ্রেণিকক্ষ সংখ্যা | ১২ টি |
| আইসিটিল্যাব সংখ্যা | ০০ টি |
| মাল্টিমিডিয়া ক্লাস রুম সংখ্যা | ০০ টি |
| বিজ্ঞানাগারের কক্ষ সংখ্যা | ০১ টি |
| গ্রন্থাগারের কক্ষ সংখ্যা | ০১ টি |
| অডিটোরিয়াম আছে কিনা | নাই |
| বিদ্যালয়ের স্থায়ী শহীদ মিনার আছে কিনা | নাই |
| বিদ্যালয়ের সীমানা প্রাচীর আছে কিনা | আছে |
| তথ্য ও সেবা কেন্দ্রের ঠিকনাঃ - | মানিকছড়ি ইংলিশ স্কুল |
| তথ্য ও সেবা কেন্দ্রের মোবাইল নম্বরঃ- | 01660-142347 |
| অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানাঃ- | মোঃ গোলাম রসুল |
| গ্রাম: গচ্ছাবিল, ডাকঘর: মানিকছড়ি, উপজেলা: মানিকছড়ি, | Gaschabil,Manikchhari, Khagrachhari. |
| জেলা: খাগড়াছড়ি পার্বত্য জেলা। | |
| অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার মোবাইল নম্বরঃ- | ০১৮১২৯৫১৬৪৭ |
পাহাড়ের বুকে জ্ঞানের আলো ছড়াতে তৎতালিন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (২০০৮খ্রি.) জনাব ড.এ.কে.এম অলি উল্ল্যা মহোদয়ের ডাকে সাড়া দিয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপস্থিত হন লক্ষ্মীছড়ি জোনের মাননীয় জোন কমান্ডার জনাব লেঃ কর্ণেল মোঃ শরিফুল ইসলাম, এম.এ রাজ্জাক (বিলুপ্ত উপজেলা চেয়ারম্যান), মোঃ খোরশেদ আলম (উঃপঃপঃ কর্মকর্তা), ম্রাগ্য মারমা(সাবেক সদস্য, খাগড়াছড়ি জেলা পরিষদ), এম,কে আজাদ (চেয়ারম্যান, মানিকছড়ি ইউনিয়ন পরিষদ), এম এ জব্বার (সভাপতি, উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি), সজল বরন সেন (সম্পাদক, উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি), এম.এম রবিউল ফারুক (চেয়ারম্যান/ইউসিসিএ লিঃ), মোঃ শফিউল আলম চৌধুরী (মুক্তিযোদ্ধা কমান্ডার), মোঃ আতাউল ইসলাম (প্রধান শিক্ষক, তিনটহরী উচ্চ বিদ্যালয়), মোঃ রফিকুল ইসলাম (সাবেক চেয়ারম্যান), মোঃ মোশারাফ হোসেন মজনু (সচিব, মানিকছড়ি ইউনিয়ন পরিষদ), বিপ্লব বিজয় চক্রবর্তী (প্রধান শিক্ষক, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়), মোঃ মাঈন উদ্দীনসহ (সমকাল/পূর্বকোন, মানিকছড়ি প্রতিনিধি) স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণের সমস্বয়ে (২৩/১১/২০০৮) একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জনাব ড.এ.কে.এম অলি উল্ল্যা মহোদয় বলেন মানিকছড়িতে শিক্ষার বিস্তার ও মানন্নোয়নের দরকার। বিশেষ করে একটি নতুন মানসম্মত ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করা প্রয়োজন যাতে অত্র এলাকার ইংরেজি শিক্ষার বিস্তার ঘটে। সভার সকলে একমত হয়ে প্রত্যেকের তহবিল হতে আর্থিক অনুদান দিয়ে দ্রুত সময়ের মধ্যে স্কুল প্রতিষ্ঠিত হয়। নাম দেয়া হয় মানিকছড়ি ইংলিশ স্কুল। নার্সারি,কেজি ও স্ট্যান্ডার্ড ওয়ান এই তিনটি শ্রেণি দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে স্ট্যান্ডার্ড ফাইভ হয়। একপর্যায়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি ও স্থানীয় লোকজনের চাহিদার ভিত্তিতে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বৃদ্ধি পায়। বর্তমানে প্রাথমিক শাখা ইংলিশ ভার্সন ও মাধ্যমিক শাখা বাংলা ভার্র্সনে পাঠদান কার্যক্রম চলছে। প্রাথমিক শাখার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক শাখার জন্য মাধ্যমিক ও উচ্চ־মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম থেকে পাঠদানের অনুমতি রয়েছে। বিদ্যালয়টি পরিচালনায় সভাপতি হিসেবে আছেন উপজেলা নির্বাহী অফিসার, মানিকছড়ি উপজেলা প্রশাসন, মানিকছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
MANIKCHARI ENGLISH SCHOOL
Amtol, Manikchhari-4460, Manikchhari, Dist: Khagrachhari.
01660142347
mc.englishschool2008@gmail,com
Web – mes.edu.bd